১. এলার্ট পে তে একাউন্ট করতে এখানে ক্লিক করুন
২. মানিবুকার্স এ একাউন্ট করতে এখানে ক্লিক করুন
নিচে কয়েকটি পধতি বর্ননা করা হল ..
এলার্ট পেঃ
১। চেকঃ এই পদ্ধতিতে একটি চেক পাঠানো হবে আপনার ঠিকানায়। এই চেকের জন্য আপনাকে ৪ ডলার ফি দিতে হবে । একাউন্টে ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার ২ দিনের মধ্যে চেক আপনার ঠিকানায় পাঠানো হবে । এটি হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।
২। ক্রেডিট কার্ডঃ যাদের ক্রেডিট ( মাস্টার কার্ড বা ভিসা কার্ড ) কার্ড আছে তারা খুব সহজে টাকা তুলতে পারবেন । এলার্ট পে এর একাউন্টে প্রবেশ করার পর ।উপরে ডানদিকে কার্ড যোগ করার জায়গা আছে সেখানে আপনার কার্ডের তথ্য প্রদান করুন । কার্ডটি যোগ করা হয়ে গেলে যাচাই করার জন্য এলার্ট পে আপনার কার্ড থেকে কিছু ডলার নিয়ে আসবে । পরে আপনি আপনার সাইট থেকে কত লেনদেন হয়েছে তার তথ্য সঠিক ভাবে দিতে পারলে কার্ডটি যাচাই হবে । কার্ডে ডলার পাঠালে তা টাকা হিসেবে তুলতে পারবেন এবং এর জন্য আপনাকে চার্জ দিতে হবে ৫ ডলার । টাকা পাঠানোর ৩-৪ দিনের মধ্যে কার্ডে টাকা এসে জমা হবে ।
আরও কিছু পধতি আছে যা অনেক ঝামেলা বহুল + ব্যায় বহুল....তাই আলোচনা করলাম না ।
এলার্ট পে সম্পর্কে আরো বিস্তারিত জান্তে জাকারিয়া ভাইয়ের এই পোষ্টটি পড়ুন
মানিবুকার্স সম্পর্কে পরে আলোচনা করব ...
ততখন পর্যন্ত ভালো থাকুন ....
আচ্ছা mastercard পাওয়ার কোনো উপায় আছে?? সামহোয়ের এ একটা পোস্ট দেখেছিলাম এ নিয়ে কিন্তু কোন কাজ হয় নাই :(
ReplyDeleteমাস্টার কার্ড সম্পর্কে আরো ভালো তথ্য আপনি জাকারিয়া ভাইয়ের এই লিঙ্ক পাবেন । সে অনেক ভালো ভাবে আলোচনা করেছে ।
ReplyDeleteধন্যবাদ
akhane visit dekhte paren
ReplyDeleteThanks for sharing such a marvelous post !!
ReplyDeleteMicro Jobs